সেকান্দর আলী, (ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি): ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পিকআপ ভর্তি ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে। ১৮ ডিসেম্বর সকালে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা-ধোবাউড়া হাইওয়ে রাস্তার হড়িয়াগাই বাজার সংলগ্ন নেপালের মোড় নামকস্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামের শাহমত আলীর পুত্র পিকআপ ড্রাইভার মোহাম্মদ আলী (২৪) ও শুক্কুর আলীর পুত্র মোঃ মনির মিয়া (২৩) এবং উত্তর মহামারী গ্রামের শফিকুল ইসলাম (২২)।এ বিষয়ে জানতে চাইলে, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তারাকান্দা-ধোবাউড়া সড়কের হড়িয়াগাই বাজার সংলগ্ন নেপালের মোড় নামক স্থানে তল্লাশি চৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। উক্ত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় ধোবাউড়া থেকে আসা পিকআপ যার রেজিনং- ঢাকা মেট্রো ন-১১-৯১৪৩ কে সন্দেহজনক মনে হলে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৪৮০ পিস ভারতীয় কম্বলসহ উপরোল্লিখিত তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। কম্বলসহ পিকআপ ও গ্রেফতারকৃতদের থানা হেফাজতে আনা হয়েছে। মামলা রজুর পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। সকল ধরণের আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply