মোঃ আতিকুর রহমান মিরন
বিজয়ের রঙে ফুটেছে মোর
লাল গোলাপের বাগান,
বিজয়ের রঙে ফুটেছে ঐ
পদ্ম শাপলার রং।
বিজয়ের রঙে শিশির মাখা
বেলি ফুলের পাপড়ি,
বিজয়ে রঙে সেজেছে আজ
বাঙালি পেয়েছে মুক্তি।
বিজয়ের রঙে শিশির ফোটা
সবুজ ধানের শীষ,
বিজয়ের সুরে বাজনা বাজে
মুক্তি পেয়েছে দেশ।
বিজয়ের রঙে সোনালী ধান
পাকা ধানের মাঠ।
স্বাধীনতার ঘোষক জিয়ার
কন্ঠ বাজে,কানে মোর।
বিজয়ের সুরে কৃষক শ্রমিক
জেলে তাঁতি ভাই,
হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ
ভেদাভেদ স্বাধীন বাংলাদেশে নাই।
Leave a Reply