সালাম হোসেন, ঝিনাইদহ: ‘মাদক কে না বলি’ খেলাধুলাকে আকড়ে ধরি’ এই স্লোগান বুকে ধারন করে ঝিনাইদহে জি পি এল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় গোপিনাথপুর প্রিমিয়ার লীগ এর “শুভ উদ্বোধন” করেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব কাজী বজলুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, মোঃ মোদ্দাচ্ছের হোসেন মিঠু,শ্রী মহাদেব পুন্ডরী,মোঃ মিল্টন বিশ্বাস,মোঃ শরিফুল ইসলাম,মোঃ ইসরাফিল দপ্তরী,শ্রী গৌতম ঘোষ,মোঃ শাফিল বিশ্বাস, মোঃ নাসির উদ্দীন ,খোকন দপ্তরী, দীপংকর ঘোষ সহ আরো অনেকেই। জি পি এল এ চারটি দল ,জুনিয়র কিংস,এস এস স্টার, কিলার ইলেভেন ও ডাইনামিক ইলেভেন অংশ গ্রহন করে।নক আউট খেলায় ১ম ম্যাচে অংশ করে ডাইনামিক ইলেভেন বনাব কিলার ইলেভেন, খেলায় কিলার ইলেভেন পরাজিত হয় ও ডাইনামিক ইলেভেন জয়ী হয়।২য় ম্যাচে অংশ গ্রহন করে জুনিয়র কিংস বনাম এস এস স্টার,খেলায় জুনিয়র কিংস পরাজিত হয় ও এস এস স্টার জয়ী হয়।বিকালে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, ফাইনালে অংশ গ্রহন করে, ডাইনামিক ইলেভেন বনাম এস এস স্টার। ডাইনামিক ইলেভেন ১৪ অভাবে রান করে ৯০/৬ পরবর্তীতে ব্যাটে নেমে ১৩.৪ বলে ডাইনামিক ইলেভেন রান করে ৯২/৪,২ বল থাকতেই জয়ী হয় ডাইনামিক ইলেভেন। খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন মধ্যে ট্রফি তুলে দেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব কাজী বজলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply