মোঃ আতিকুর রহমান মিরন
আমি হিন্দু কি মুসলিম
বুদ্ধ কি খৃষ্টান,
ধর্মকে হৃদয়ে রেখেছি
আমি শুধু এক বাঙালি।
বাংলাকে ভালোবেসে
যুদ্ধে গিয়েছি হেসে,
জীবনটা দিয়েছি বিলিয়ে
স্বাধীন হলো দেশ,মুক্তি পেল বাঙালি।
খুঁজে নিও মোরে
লাল সবুজ পতাকায়,
খুঁজে নিও মোরে বধ্যভূমির
স্মৃতিময় ওই জাদুঘরে।
আমি আছি,খুব কাছাকাছি
হয়তো দেখতে পাওনি চোখে,
অনুভবে দেখো মোরে
স্মৃতিময় ওই গণকবরে।
আমি হিন্দু কি মুসলিম
বুদ্ধ কি খ্রিস্টান,
ধর্মকে হৃদয়ে রেখেছি
আমি শুধু এক বাঙালি।
Leave a Reply