1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মনিরামপুরের আলোচিত গডফাদার প্রদীপ মল্লিক গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোমস্তাপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু বিয়ের প্রলোভনে নারী উদ্যোক্তাকে ধর্ষনের অভিযোগ, ১ যুবক গ্রেফতার ধুনটে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি, খাদ্যে ভেজাল,অনিয়মে অর্থদন্ড সিংগাইর মহাসড়কের পাশে অবৈধ পার্কিং ও হাটবাজারে যান চলাচল ব্যাহত সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অপপ্রচারের’ বিরুদ্ধে সংবাদ সম্মেলন কেসিসির নির্বাচনের ফল বাতিল চেয়ে ফের আলোচনায় মুশফিক কয়রায় স্কুল চলাকালীন শিক্ষকের ওপর হামলা সৈয়দের গাঁও মাধ্যমিক বিদ্যালয় এসএসসি’১৯৯৯ ব্যাচের প্রথম  পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল আয়োজিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠান  বৈদ্যুতিক পিলারে উঠে ওয়াইফাই লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুপ মোল্লা (২০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে

মনিরামপুরের আলোচিত গডফাদার প্রদীপ মল্লিক গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ দেখেছেন

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ  যশোরের, মনিরামপুরে উপজেলার ৫নং হরিদাসকাটি ইউনিয়নে পাঁচকাটিয়া,গ্ৰামে মৃত মাহিন্দীর মল্লিক এর ছেলে প্রদীপ মল্লিক গ্রেফতার । ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে সৈরাচারী দল আ”লীগের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কেন্দ্র থেকে মফস্বল পর্যায়ের ছোট বড় প্রায়ই নেতারা গা ঢাকা দিয়েছে। আবার সেনাবাহিনী,ডিবি পুলিশ,কালো পোশাকধারী র‍্যাব ও বিভিন্ন থানা পুলিশের হাতেও ধরা পড়েছে বড় নেতা থেকে মফস্বলের অনেক পাতি নেতারা। তবে যারা গ্রেফতার হয়েছে বা পালিয়ে বেড়াচ্ছে তারা প্রত্যেকেই আ’লীগের শাসনামলের কোন না।কোন অপরাধের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন মামলায় জড়িত। এমনই এক একজন যশোর জেলার মণিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের মৃত মহেন্দীর মল্লিক এর ছেলে প্রদীপ মল্লিক(৪৫)। গতকাল রবিবার আনুমানিক রাত ৮ ঘটিকার দিকে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ ..! দিক নির্দেশনায় এসআই কাজল চ্যাটার্জির নেতৃত্বে অভিযান পরিচালনা ,একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে পাঁচকাটিয়া বড়ভিটা সনজিৎ মন্ডলের চায়ের দোকান পাশ থেকে গ্রেফতার করেন। স্থানীয়দের, সাথে কথা বলে জানা যাই যে তার নয় ছয় করা তাঁর নেশা এবং পেশা এর থেকে সাধারণ মানুষ পরিত্রান চাই।  যে এর আগেও তাঁকে নিয়ে বিভিন্ন পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা দের সে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সে দাপিয়ে বেড়াচ্ছে এত দিন , প্রদীপ মল্লিক বিভিন্ন সময় নিজের নাম-পরিচয় গোপন করে বহু মানুষের সাথে প্রতারণা করেছে। এমনকি তাঁর নামে থানায় অনেক অভিযোগ পত্র আছে তিনি মানুষকে বিভিন্ন পরিচয় দিয়ে ও মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে হাজার হাজার টাকা আত্মসা ৎ করেছে অসহায় মানুষকে সর্বস্বান্ত করাতার একমাত্র নেশা। তার একমাত্র পেশা মানুষকে সর্বশ্রান্ত করা ও পেশাগতভাবে কোন নির্দিষ্ট কাজের কথা কেউ বলতে পারেনা। প্রদীপ নিজ এলাকায় কুচলিয়া গ্রামের ভক্তি বিশ্বাস এর ২একর ১৫ শতাংশ জমি ভক্তি অন্যের জমি নিজে মালিক সেজে বিক্রি করায় তার এক মাত্র নেশা বিষয়টি জানতে পেরে ভক্তি বিশ্বাস যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে তদন্তর নির্দেশ দেন আদালত পিবিআই এ সত্যতা যাচাই বাছাই করে ও খুলনা সিআইডি ফরেনচিক রিপোর্টে অপরাধ প্রমাণিত হয়। বর্তমান যশোর সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটে মামলাটি চলমান ও এই ভূমিদস্যু সিন্ডিকেটর বিরুদ্ধে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা হয়। ০৫/০৬/২০২৩ তারিখে সিআর মামলা নং ৪৯১/২৩ – ধারা,৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬ অপরাধ প্রমাণিত হয়।
‌ তারই প্রেক্ষিতে বিভিন্ন পত্রিকা অনলাইন মিডিয়াতে প্রকাশিত হয়। তারই ধারাবাহিকতা দৈনিক প্রতিদিনের কাগজ এর যশোর জেলা প্রতিনিধি-দিপু মন্ডল আমার নিয়ম ও দুর্নীতির সংবাদ টি প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ করা জেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেয় ও তার সিন্ডিকেটের সদস্যদের নিয়ে প্রকাশ্যে হত্যা হুমকি প্রধান করে শারীরিকভাবে লাঞ্ছিত করে দৈনিক প্রতিদিনের কাগজ ও দৈনিক প্রতিদিন কন্ঠ ও ইলেকট্রনিক মিডিয়া প্রচার হয়। হরিদাসকাটি ইউনিয়ন ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যেমন ,কুলটিয়া , ঢাকুরিয়া দূর্বাডাংঙ্গা, খানপুর,নেহালপুর,মনোহরপুর ও ইউনিয়ন জুড়ে চালিয়েছে আদম ব্যাবসা থেকে শুরু করে প্রতারনা, ধোকাবাজি, ঘেরলুট,চাকুরী দেওয়ার প্রলোভনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া,অন্যের সম্পত্তি জবরদখল করা এ ছিলো যেন প্রদীপ এর নিত্য নৈমেত্তিক কাজ। প্রদীপ মল্লিক দ্বারা ক্ষতিগ্রস্থ এক অসহায় ব্যাক্তি বাহাদুরপুর গ্রামে মৃত গোপাল এর স্ত্রী উর্মিলা মন্ডল বললেন আমার কাছ থেকে জমি দেওয়া কথা বলে ৬০ হাজার টাকা নিয়ে আমাকে পথে বসিয়েছে।তার অনুরোধে অনুসন্ধানে গেলে এলাকাটা মূহুর্তের মধ্য স্থানীয় কয়েকজনের অভিযোগ পাওয়া যায়।অজানা অনেক কিছুই সামনে আসতে থাকে “অলরাউন্ডার, প্রদীপ এর বিরুদ্ধে। সরেজমিনে একাধিক ব্যাক্তি জানান, প্রদীপ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো ও অদৃশ্য খুঁটির জোরে ।একের পর এক কান্ড ঘটালেও কেউ কোন অভিযোগ করতে পারতোনা,মুখ খুলতো না তার বিরুদ্ধে।
দলীয় ক্ষমতার অপব্যবহারকারী এই প্রদীপ এর বিরুদ্ধে স্থানীয় সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরেও আছে অনেক অভিযোগ। এলাকাবাসি ও ভুক্তভোগীদের দাবী, এই প্রদীপ যেন কোন অসহায় ব্যাক্তিকে সম্বল হারা না। করে,আর কারো কাছ থেকে যেন চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ না নিতে পারে, এর জন্য উর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com