1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বেগম রোকেয়া দিবসে কুষ্টিয়ায় ৫ নারীকে জয়িতা সম্মাননা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শিক্ষক যখন বিবেকহীন,কালোবাজারি, দৃষ্টি তখন মাধ্যমিক হিসাব রক্ষকের দিকে বই চুরি, গ্রেফতার দুই ভারত এর ফারাক্কা বাঁধ নির্মাণ ৪৮বছরেও ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশ- ফিরোজ মোহাম্মদ লিটন দীর্ঘ এক যুগ পর ড্রেনের উপরের দোকান অপসারণ বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষ নড়াইলের লোহাগড়ায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা শাস্তি আরোপের তালিকা বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের দাবি কুয়েট শিক্ষার্থীদের। কমলগঞ্জের মুন্সীবাজার-টু রামেশ্বরপুর সড়ক সংস্কার কাজ পরিদর্শন করলেন ইউএনও সিংগাইরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু ১ দিনাজপুরের হিলিতে ব্রি ধান ১০১ এর নমুনা শস্য কর্তনের উদ্বোধন। নাগরপুরে সরকারি বইসহ ট্রাক জব্দ, প্রধান শিক্ষক পলাতক

বেগম রোকেয়া দিবসে কুষ্টিয়ায় ৫ নারীকে জয়িতা সম্মাননা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ দেখেছেন

নাব্বির আল নাফিজ:  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে কুষ্টিয়ায় ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা সহ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অবহেলিত রেখে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। নারী নির্যাতন বন্ধ করতে তাদের শিক্ষিত এবং সচেতন করার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই। তিনি বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। জয়িতা অণ্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সিভিল সার্জন ডা: আকুল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) পার্থ প্রতিম শীল প্রমুখ। এসময় কুষ্টিয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধি ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা অর্চনা সরকার , অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী হোসনেআরা জামান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতা অর্জনকারী উম্মে সুমাইয়া শাম্মী খাতুন, সফল জননী মোচা: ছবেদা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মমতাজ বেগম আরাকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com