জামান ভূঁইয়া
আমার মা –
জন্মের পরই আমাকে
বাংলায় কথা বলতে শিখিয়েছেন
বাংলাতে তাই কথা বলি
বাংলাতে তাই লিখন লিখি
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার কবিতার ভাষা
বাংলা আমার গানের কলি
বাংলা আমার গানের সুর
বাংলা আমার ইতিহাস ঐতিহ্য
বাংলা আমার সংস্কৃতি
বাংলা আমার মন
বাংলা আমার জীবন
বাংলার মাটি দিয়ে
তৈরী আমার শরীর
বাংলার মাটির গন্ধ তাই
আমার এত প্রিয়
বাগ্ঙালী জাতি আমি
তাই আমার এত গর্ব
বাগ্ঙালী জাতি হিসেবে
বিশ্বে আমি পরিচিত
বাগ্ঙালী হিসেবেই আমি
বেঁচে থাকাতে চাই
বাংলার এই কাদা মাটিতেই
আমি মিশে থাকতে চাই ।
Leave a Reply