জামান ভূঁইয়া
আমার একটা নদী ছিল
যখন তার ভরা যৌবন
উপচে পরতো তখন
তার অপরুপ সৌন্দর্য
কতইনা মনোরম আর
সুন্দর লাগতো সে দৃশ্য !
ভরা নদীতে তখন
পাল তুলে কত বড় বড় নৌকা
মালামাল বোঝাই করে
যাইতো দূর দূরান্তে
মাঝি কত মধুর কন্ঠে
ভাটিয়ালি গান গাইতো ,
কিযে আনন্দ লাগতো সেই
দৃশ্য দেখে —
নদীতে তখন বক সারস পাখি
উড়ে বেড়াতো মনের মত করে
চিল তার আপন ডানায় ভর করে
উড়ে বেড়াতো শিকারের জন্য
স্বচ্ছ নদীর পানিতে
মাছ তার নিজের ইচ্ছে মতো
ঘুরে বেড়াতো ।
আজ আমি আমার সেই
নদীটাকে হারিয়ে ফেলেছি
কোথাও তারে
খুঁজে পাচ্ছি না
তবে হ্যা
বেশ কিছু দিন খোঁজার পরে
আমার নদীটার দেখা পেলাম
কিন্তু একি দশা
আমার সেই প্রিয় নদীটার !
পঁচে গেছে একেবারে
সমস্ত শরীরে গা হয়ে গেছে
দূর্ঘন্ধে তার কাছে
যাওয়া যায় না ,
আমার প্রিয় সেই নদীটার
পানি কালো কুচকুচে
হাত দিতেই যেন কেন লাগে !
কি আশ্চর্য এ দৃশ্য
চোখে জল গড়িয়ে পরতে লাগলো
কিন্তু ; কিছু করার নাই
দানবদের ধ্বংসযজ্ঞ চালিয়ে
আমার নদীটারে ধ্বংস করে দিয়েছে ।
Leave a Reply