মুহাঃ মোশাররফ হোসেন
কুরআন মোদের জীবন বিধান
কুরআন হলো সংবিধান,
এই কুরআনেই আছে
সকল কাজের সমাধান।
কুরআন হলো মুক্তির বাণী
অন্ধকার থেকে পেয়েছি আলো!
কুরআনের হুকুম মানলে
সকল কর্ম হবে ভালো।
এই কুরআনেই আছে
মোদের পথ চলার শুআগমন,
এর উপর করলে আমল
অশ্লীল কাজ হবে সব নিধন।
অতীতের সকল কিতাবের সত্যতার
সমাধান দিতে এসেছে এই কুরআন,
তাইতো প্রভু সবার উপরে দিয়েছেন
এই কুরআনের স্থান।
অজ্ঞতা থেকে প্রদীপ জ্বালাতে
অহীর মাধ্যমে করেছেন প্রেরণ,
আল্লাহু তার বাণী রাসুল সাঃ উপর
দিয়ে করিয়াছেন তাহা সংরক্ষণ।
নামাজ, রোজা, হজ্ব, যাকাত
হালাল, হারাম সব আছে এ ধারায়,
এরই আদর্শে চললে সবে
প্রভুর কাছে পাইবেরে রেহাই।।।
Leave a Reply