বাজারেতে জ্বলছে আগুন
করছে দাউদাউ ,
কোন কিছু কিনতে গিয়ে
করছে হাউকাউ ।
মাছের গায়ে লাগছে আগুন
ধরা যায় না ,
পিঁয়াজের ঝাঁজ এতোই বেশি
ছোঁয়া যায় না ।
আদা রসুন আর কাঁচা মরিচ
সাথে কালো বেগুন ,
তেল কিনতে গেলে পরে
মাথায় উঠে আগুন ।
ভাত খাইতে লাগবে চাল
সাথে একটু ডাল ,
দোকানেতে গেলে পরে
মাথায় পরে তাল ।
মুলা কিনবেন কত কেজি
দাম শুনে হতবাক ,
লাল শাকের আটি কত
শুনলে বলবেন রাখ ।
কোন কিছু বলতে গেলে
রেগে দোকানদার ,
মারতে আসে ক্রেতাদেরকে
ঠেকাবে সাধ্য কার ?
Leave a Reply