সিলেট ব্যুরো : আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা সিলেটের আয়োজনে ও বিশুদ্ধ কুরআন শিক্ষার প্রতিষ্ঠান মা’হাদুল কুরআন ওয়াস-সুন্নাহ সিলেটের উদ্যোগে ৩য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন-২০২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিশ্বের শ্রেষ্ঠ ক্বারী ছাহেবদের অংশগ্রহণে সিলেট মহানগরীর তেমুখি পয়েন্টে শুক্রবার (৬ ডিসেম্বর) বাদ জুমআ থেকে রাত ১১ টা পর্যন্ত এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ ঈদি শাবান, তানজানিয়া, শায়খ ড. সালাহ মুহাম্মদ সুলায়মান, মিশর, ক্বারী শায়খ আহমদ হিজা, আফ্রিকা, ক্বারী শায়খ সানাদ আব্দুল হামিদ, মিশর, ক্বারী শায়খ আব্বাস উদ্দীন, বাংলাদেশ। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক খন্দকার আব্দুল মোক্তাদির, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এড. এহসানুল মাহবুব জুবায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে ইসলামী সংগীত গাইবেন নাশিদ শিল্পি শালিন আহমদ ও শেখ এনাম সিলেট। এছাড়া সম্মেলনে ইলমুত তাজবিদ ওয়াল ক্বেরাআত কোর্স সম্পন্নকারীদের সনদপত্র ও সম্মাননা পাগড়ী প্রদান করা হবে। বিশ্বের সেরা ক্বারীদের নিয়ে আয়েজিত এ সম্মেলনে কোরআন পিপাসুদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি শায়খ কাউসারুজ্জামান গণি ও সেক্রেটারি মাওলানা ক্বারী আব্বাস উদ্দীন।
Leave a Reply