জামান ভূঁইয়া
আন্দোলনের নামে ধ্বংসে মেতে
করলো এমন কারা ,
ধ্বংস করলো দেশের সম্পদ
আগুন দিয়ে তারা !
নারী সাংবাদিককে লাঞ্চিত করে
এমন কান্ড কার ,
নর পশুদের হিংস্র থাবা
সহ্য করা ভার ।
করলো গুলি মারলো ছাত্র
এ কেমন কান্ড ,
এমন অপরাধ করলো যে
কে দিবে তারে দন্ড ।
হায়েনার দল হাসপাতাল পুড়ে
কস্ট মানুষের কত ,
জেলখানায় আগুন জ্বালিয়ে
জঙ্গি ছাড়ালো যত ।
পুড়লো তাড়া পুলিশের গাড়ি
পুড়লো এম্বুলেন্স ,
ফায়ার সার্ভিসের গাড়ি পুড়লো
কে দিল লাইসেন্স ।
পাসপোর্ট অফিসে দিল আগুন
সন্ত্রাসীরা যে আরো ,
তাদের বিচার করতে হলে
জলদি করে ধরো ।
প্রশাসনের লোক মারলো
কিসের লক্ষ্মণ এটা ,
সন্ত্রাসী আর জঙ্গিবাদীদের
কেমন বুকের পাটা ।
রেল স্টেশনে আগুন দিল
আগুন ব্যাংকে আরো ,
টোল প্লাজায় দিল আগুন
এবার চিন্তা করো !
নগর ভবন ধ্বংস করার
কারন কি ছিল ,
জানমালের ক্ষতি করে
জঙ্গি প্রমান দিল ।
দোকানপাট করলো লুট
আগুন লাগালো তাতে ,
ব্যাংকে আগুন দিয়ে আরো
মারলো মানুষ সাথে ।
রাস্ট্রের সম্পদ করে নস্ট
কি আনন্দ পায় ,
নেচে গেয়ে ফুর্তি করে
ঘরে তারা যায় ।
এ-সব কাজে জড়িত যারা
করো বিচার তাদের ,
ধ্বংস থেকে বাঁচাও দেশ
বাঁচাও আমাদের ।
২৫ জুলাই ২০২৪ খৃষ্টাব্দ
Leave a Reply