নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করছেন ঐ সংগঠনের সিনিয়র সহ- সভাপতি মোঃ কে এ জামান। গত ২ অক্টোবর ২০২৪ সভাপতি হুমায়ুন কবির টুটুলের চাকুরীতে অবসরজনিত কারনে পথটি খালি হয়। বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১০ (গ) অনুযায়ী সাধারণ সম্পাদক এ কে এম ছাইফুর রহমান আলম স্বাক্ষরিত পত্রমুলে মোঃ কে এ জামান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। যার পত্র নং ২৬। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করার পর তাকে বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। দায়িত্ব পালনের বিষয় ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কে এম জামান বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে সবাই নিয়ে ইতিবাচক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।
Leave a Reply