নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলে নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান যোগদান করেছেন
বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম গত ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ পূর্বাহ্নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে যোগদান করেছেন। চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ১৬ নভেম্বর ২০০৮ হতে ২০২১ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে যোগদান করায় অভিনন্দন জানিয়েছেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মহাসচিব মোঃ সেকেন্দার আলম শেখ, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী প্রমুখ। অভিনন্দন বার্তায় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, নব নিযুক্ত বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তৃণমূল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ে অগ্রাধিকার দিবেন এটি আমরা প্রত্যাশা করি।
Leave a Reply