কুষ্টিয়া প্রতিনিধি : বিদেশ পাঠানোর জন্য টাকা নিয়ে বিদেশ না পাঠিয়ে উল্টো কুষ্টিয়ার দৌলতপুরের মো. মাহিরুল ইসলাম নামের এক এজেন্টকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ঢাকার পুরানা পল্টনের এম এস ওভারসিস নামের এক রিক্রুটিং এজেন্সি (আর এল নম্বর-১৬৭১) এর মালিক স্বপনের বিরুদ্ধে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডির মো. নুরুজ্জামান মালিথার ছেলে মো. মাহিরুল ইসলাম ঢাকার পুরানা পল্টনের মোতাহার লর্জের এম এস ওভারসিস নামের এক রিক্রুটিং এজেন্সি (আর এল নম্বর-১৬৭১) এর এজেন্ট হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে থাকেন। এজেন্ট মাহিরুল বিদেশে লোক পাঠানোর জন্য লোকজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে বিভিন্ন সময়ে ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা নগদ ও ব্যাংকের মাধ্যমে ওই রিক্রুটিং এজেন্সিকে প্রদান করেন। এদিকে গত ২৮ নভেম্বর সৌদি আরবের ফ্লাইট দেওয়ার কথা বলে এজেন্সির কথায় দুজনকে যাত্রীকে ঢাকায় ডেকে নিয়ে গিয়ে নতুন করে নগদ আরও ৩ লক্ষ টাকা নেন। কিন্তু এজেন্সি মালিক স্বপন যাত্রীদের সকল টাকা পরিশোধের পরও টিকিট বা ফ্লাইট না দিয়ে নানারকম তালবাহানা শুরু করেন। এসময় এজেন্ট মাহিরুল রিক্রুটিং এজেন্সির মালিক স্বপনের কাছে যাত্রীদের ফ্লাইটের টিকিট চাইলে স্বপন বেধড়কভাবে পিটিয়ে মাহিরুলকে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার মাথায় ৪টি সেলাই দেন। এ ব্যাপারে মো. মাহিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার পল্টন মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী মো. মাহিরুল ইসলাম জানান, এম এস ওভারসিস নামের রিক্রুটিং এজেন্সির মালিক স্বপনের মাধ্যমে তিনি বিদেশে ম্যানপাওয়ারের অনুকূলে লোক পাঠিয়ে আসছেন। বিভিন্ন সময়ে আমি ওই এজেন্সির মালিককে তিনি ১৩ লক্ষ ৬৫ হাজার প্রদানও করেন। কিন্তু যাত্রীরদের ফ্লাইটের নামে ঢাকা অফিসে ডেকে এনে যাত্রীদের জিম্মি করে আরও ৩ লক্ষ টাকা নিয়েও টিকিট/ ফ্লাইট দেয়নি ওই এজেন্সি । এর প্রতিবাদ করায় আমাকে রড দিয়ে পিটিয়ে আহত করেন ওই রিক্রুটিং এজেন্সির মালিক স্বপন।
Leave a Reply