নিজস্ব প্রতিবেদকঃ সুপার স্টার ও জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েবের শুভ জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের কর্নধার এডভোকেট শাহিদা রহমান রিংকু। শুক্রবার ঢাকার মগবাজারে অবস্থিত জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় এডভোকেট শাহিদা রহমান রিংকু গণমাধ্যমকে বলেন, ডি এ তায়েব বাংলাদেশের গর্ব। বিনোদন জগতে একটি আলোকিত নাম। তিনি আরও বলেন, ডি এ তায়েব ব্যাক্তিগত জীবনে একজন মানবিক মানুষ। তিনি নিজেকে সব সময় সাধারণ মানুষ ভেবে সকলের সাথে মিলেমিশে সময় কাঠান। দায়িত্ব পালনের ক্ষেত্রে ডি এ তায়েব একজন একনিষ্ঠ মানিষ। দায়িত্ব অবহেলা তার একদমই অপছন্দের। অনুষ্ঠানে বিনোদন জগত ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় দেশের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
Leave a Reply