দেব প্রসাদ দাশ, নড়াইল: নড়াইল জেলার কালিয়া উপজেলার মহাজন গ্রামে ও বাজারে সাম্প্রতিক কয়েকটি সঙ্গবদ্ধ চুরির ঘটনা চোরচক্রের সদস্যরা পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে গত ২৬ নভেম্বর আনুমানিক রাত তিনটার দিকে মহাজন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাবু নির্মল কুমার সাহার দোকানে চুরির ঘটনা ঘটে।চোর চক্রের সদস্যরা মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে ভেতরে থাকা প্রায় এক লক্ষ টাকা মূল্য মানের সিগারেট ও মোবাইলের কার্ড প্রায় বিশ হাজার টাকার এবং প্রায় নগদ ১০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল সেট নিয়ে যায় এর মধ্যে ৩ টি Samsung সেট ও দুটি Symphony সেট।
এ বিষয়ে সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান বাবু নির্মল কুমার সাহার ছেলে শিমুল সাহা।
এছাড়া এর দুই তিন দিন আগে মহাজন বাজারের অন্য এক বিশিষ্ট ব্যবসায়ী বাবু নিত্য সাহার দোকানে চুরির ঘটনা ঘটে নগর টাকাসহ অনেক টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। সাম্প্রতিক সময়ের মধ্যে গত (১৯/১১/২০২৪)দিবাগত রাত্রে নড়াইল জেলার,কালিয়া উপজেলার, মহজন বাজারের বিশিষ্ট কসমেটিক ব্যবসায়ী কিশোর সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে চোর চক্র আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ, দুইটা মোবাইল ( Symphony s70, Proton B1) এবং প্রায় ৩০ হাজার নগদ টাকার নিয়ে যায়।
কিশোর কুমার শাহ জানান এবিষয়ে নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে চোর চক্রের কাউকে এখনো শনাক্ত করা যায়নি। এই পর্যায়ক্রমে সঙ্গবদ্ধ চুরির ঘটনার বিষয়ে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীদের অনেকেই ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা জানান, নামে মাত্র বাজার কমিটি থাকলেও এবং তাদের নিষ্ক্রিয় অবস্থান ও প্রশাসনের যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে পর্যায়ক্রমে এই চুরির ঘটনা ঘটেই চলছে এবং বাজারে পাহারার ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন পর্যায়ক্রমে সঙ্ঘবদ্ধ চুরির ঘটনা কিভাবে ঘটে এটাও এলাকাবাসী কাছে প্রশ্নবিদ্ধ।
এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এই চোর চক্রের সদস্যদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক।
একই সঙ্গে পূর্ণাঙ্গ বাজার কমিটি করা এবং পাহারাদারদের আরো সচেতন হওয়ার জন্য দাবি জানিয়েছেন।
Leave a Reply