সেকান্দর আলী,ময়মনসিংহ: সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করা বাংলাদেশ দলের ৬ সদস্য ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের। ২৫ নভেম্বর সোমবার বিকেলে সাফজয়ী কিশোরী ফুটবল দলের ০৬ সদস্যকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজন করা হয়। ধোবাউড়া বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে কলসিন্দুরের কীর্তিমান এই কিশোরীদের সংবর্ধনা দেওয়া হয়। অত্যন্ত স্বতঃস্ফূর্ততার মাধ্যমে কীর্তিমান ফুটবল কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমদের বরণ করে নেওয়া হয়।
হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলার রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিক্ষক, খেলোয়াড়, সাংবাদিকের সমন্বয়ে কমিটি করে এ সংবর্ধনার আয়োজন করা হয়। মেয়েদের হাতে ফুলের তোড়া, সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দিয়ে সম্মান জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিছুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স৷ উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের চেয়ারম্যান ইশরাক হোসন, জাতীয় দলের সাবেক ফুটবল অধিনায়ক আমিনুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম শামীম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ফুলপুর – তারাকান্দা গণমানুষের নেতা মোতাহার হোসেন তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply