দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ: সিলেটের বন্যা থেকে রক্ষায় প্রয়োজনে ভাঙ্গা হতে পারে কিশোরগঞ্জের ইটনা–মিঠামইন–অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ এ কথা জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার সকালে সিলেটে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি।
সিলেট মৎস অধিদপ্তরের আয়োজনে খ্যান প্যালেস কনভেনশন হলে ‘‘হাওরের মৎস্য সম্পদ রক্ষায় ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল। তিনি বলেন সিলেট কে বন্যার কবল থেকে রক্ষার জন্য প্রয়োজন হলে কিছু অংশ ভেঙ্গে ফেলা হতে পারে।
মৎস ও প্রাণি সম্পদ উপদেষ্টা বলেন,সিলেট কে বন্যার কবল থেকে রক্ষা করতে ‘সিলেটের নদ–নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে ও সিলেটকে বন্যার কবল থেকে রক্ষা করতে প্রয়োজনে ইটনা–মিঠামইন–অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ ভেঙে ফেলা হতে পারে। এজন্য আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে উদ্যোগ বাস্তবায়ন করা হবে জানান তিনি।
ফরিদা আখতার আরও বলেন, ‘নির্বিচারে হাওর ভরাট হচ্ছে। নদী থেকে অবাধে মাটি উত্তোলন করা হচ্ছে। আধুনিকতার নামে হাওরে অপরিকল্পিতভাবে বাধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর ও মৎসসম্পদ। ফলে পানি প্রবাহ ব্যাহত হয়েছে।’
এর আগে কর্মশালায় দেশের হাওরের ৭টি জেলা থেকে আগত মৎস সম্পদের সঙ্গে সংশ্লিষ্টরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি হাওর ও মৎস সম্পদ রক্ষায় বিভিন্ন দাবির কথাও উল্লেখ করেন তিনি।
উক্ত কর্মশালায় অন্যান্য অতিথিদের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দেশের ৭টি জেলার মৎস্যচাষের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply