মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ১৯ নভেম্বর দিবাগত রাত্রীতে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযান কালে নারচী চর হরিনা গ্রামের বাদশা তরফদার এর ছেলে তুহিন (২৮) কে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ২০ নভেম্বর বুধবার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সারিয়াকান্দি থানা এলাকা মাদক মুক্ত রাখতে আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply