বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ: শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হলো। এ ছাড়া আহত হয়েছেন তিনজন।
১৩ ই নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)। তারা সবাই অটোরিকশায় ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী তায়েবা ও তাজেনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুবিনা ও আলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
Leave a Reply