মোঃ আতিকুর রহমান মিরন, মুলাদী প্রতিনিধি: মুলাদী উপজেলা বিএনপি সাবেক সভাপতি বরিশাল জেলা উত্তর বিএনপির এক নং সদস্য আব্দুস সাত্তার খান এর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল রেলি ও আলোচনা সভার আয়োজন করে। আনন্দ রেলিতিটি মুলাদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। রেলি শেষে আলোচনা সভায় প্রধান বক্তব্য আব্দুস সাত্তার খান সাবেক বিএনপির সভাপতি ও এক নং সদস্য বরিশাল সদর উত্তর বিএনপি। আব্দুর রব খান সাবেক পৌর বিএনপি সভাপতি, মোঃ মঞ্জু হাওলাদার সাবেক পৌর সংগঠনিক সম্পাদক বিএনপি,মোহাম্মদ বেল্লাল হোসেন হাওলাদার সাবেক মুলাদী সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক বিএনপি, মোহাম্মদ লালন শিকদার সাবেক গাচুয়া ইউনিয়ন সভাপতি বিএনপি, মোঃজাহিদ হোসেন মোল্লা, মোহাম্মদ গিয়াস উদ্দিন খান জাসাস মুলাদী উপজেলা সভাপতি। মোঃ আক্তার হোসেন আকন সাবেক পৌর কমিটির ৭ নং ওয়ার্ড সভাপতি বিএনপি, মোঃ আফজাল হোসেন স্বেচ্ছাসেবক দল পৌর কমিটি সভাপতি, মোঃ রুহুল আমিন খান সাবেক ছাত্রদল সভাপতি, ও মোঃ কবির হোসেন মোল্লা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সিপাহী বিপ্লবের ঘটনাবলী তার জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধা সফল রাষ্ট্রপতি হিসাবে তার সফলতা জাতীয়তাবাদী দল গঠন নিয়ে আলোচনা করেন সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান। তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি’র নেতাকর্মীরা এসে আলোচনা সভা ও রেলিতে অংশগ্রহণ করেন।
Leave a Reply