নিজস্ব প্রতিবেদক: অনলাইন নিউজ পোর্টাল মুক্তির ডাক ২৪ ডট কম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ৭ নভেম্বর বুধবার মতিঝিলস্থ নিজস্ব কার্যালয়ে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। পত্রিকার সম্পাদক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্শনিক আবু মহি মুসা,ভোরের কাগজের সিনিয়র সাব এডিটর মো. শাহিনুর আলম, ঢাকা প্রেসক্লাবের সেক্রেটারী সাদেক মাহমুদ পাভেল,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হোসেন রবি, তারা নিউজ এর বাংলাদেশ ব্যুরো প্রধান মো: শামসুদ্দোহা,নন্দন টেলিমিয়ার ব্যবস্থাপনা পরিচালক খোকন হাসান চান, সাংবাদিক খোন্দকার এরফান আলী বিপ্লব,বাংলাদেশ কবি পরিষদের সভাপতি প্রতিবাদী কবি,সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক মো. সাহিদুল ইসলাম,শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের অর্থ সম্পাদক অভিনেতা মো. ওয়াজেদ হোসেন, বীমা কর্মী ও সংগঠক মো.আব্দুল আলীম,নারী উদ্যোক্তা শিকদার তানিয়া সুলতানা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
”নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ” শ্লোগান নিয়ে ৭ নভেম্বর-২০২৩ তারিখে যাত্রা শুরু করে নিউজ পোর্টালটি। সম্পাদক এর দায়িত্ব পালন করছেন আতিকুর রহমান। সূচনালগ্ন থেকে মুক্তির ডাক ২৪ ডট কম শ্লোগানের সাথে তাল রেখে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ থেকে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট রয়েছে। দল,মত,ধর্ম,বর্ণ ভেদাভেদের উর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে পাঠকের কাছে তথ্য উপস্থাপন করে যাচ্ছে। আগামী দিনেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকবে বলে উপস্থিত অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মুক্তির ডাক ২৪ ডট কম-এর পাঠক,লেখক,বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্পাদক আতিকুর রহমান।
Leave a Reply