সোহাগী আক্তার জুঁই, রিপোর্টার,গাজীপুর: সাংবাদিকগণের মধ্যে, মো: আলমগীর হোসেন , সাহসী সাংবাদিক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে কারো সাথে কখনো আপোষ করেনি এই তরুণ সাংবাদিক ।
সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তা ভাবনা ভাবতেও চান না এই তরুন সাংবাদিক । পেশাগত পরিচয়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেন
স্বাধীন বাংলা প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং কি গাজীপুর মহানগর প্রেসক্লাবের সদস্য ও কোনাবাড়ী মেট্রো প্রেস ক্লাবের সহ-সভাপতি। তরুন এই সাংবাদিক, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃষ্ট প্রকাশভঙ্গী নম্র ও কোমল আচরণের মানুষকে সবাই ভালোবাসে, সমীহ করে আর তাই তিনি সকলের কাছে সমান সমাদৃত।
কোমল আচরণের দ্বারা মানুষের চারিত্রিক মাধুর্যটা প্রকাশ পায়। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন। সাংবাদিক আলমগীর হোসেন , জানায় তার প্রিয় রঙ কালো । খেতে ভালবাসেন কাচ্চি বিরানী ও পোড়াও মুরগির গিরিল । প্রিয় ফল পেয়ারা । প্রিয় ফুল শিউলি,আর গোলাপ। পছন্দের পোশাক কাতুয়া ও এক কালার শার্ট -। প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম,হুমায়ন আজাদ,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর।আরিফ আজদা। আলিফ আহমেদ প্রিয় ঋতু বর্ষা। বই পড়া তার একটি বড় অভ্যাস। অবসরের বেশিরভাগ সময়ই কাটে বই পড়ে। গান শুনতে খুব পছন্দ করেন। পছন্দের শিল্পী আইয়ুব বাচ্চু , হলিউড মুভির প্রতি দুর্বলতা রয়েছে। পছন্দের অভিনেতা কেজিএফ মুভির নায়ক নবীন কুমার গওডা। ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন। পেশাগত কাজে এরইমধ্যে দেশের প্রায় ২৪ খানেক জেলা চষে বেড়িয়েছেন। তবে সবচেয়ে পছন্দের স্থান নিজ জেলা গাজিপুর।
জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন সাধারণত কর্মস্থলেও জন্মদিনের আয়োজন থাকে। আর সন্ধ্যায় ছোট ভাইদের সঙ্গে আড্ডা। ব্যক্তিগত জীবনে বিবাহিত । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই তরুণ সাংবাদিক। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন।
Leave a Reply