নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লার সঙ্গে গত রোববার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ৭ সদস্যের প্রবীণ ও কর্মাহত সাংবাদিকরা সাক্ষাৎ করেন। এ সময় প্রবীণ সাংবাদিকদের মাসিক সম্মানজনক ভাতার বিষয়টি তুলে ধরা হয়। শিগগিরই যাতে ভাতা চালু হয় সে ব্যাপারে নীতিমালার কার্যক্রম চলছে বলে জানান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডির মাধ্যমে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত প্রবীণ ও কর্মাহত (কর্মকালীন যারা পঙ্গুত্ববরণ করেছেন) সাংবাদিকদের নিয়ে ২০২০ সালের ২৫ জানুয়ারি ‘প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’ সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য গঠন করা হয়। এ লক্ষ্যে জাতীয় দিবস উপলক্ষে “প্রবীণ বার্তা” নামে স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজের বুদ্ধিজীবী, জ্ঞানী-গুণীজনরা যখন তাদের মতামত তুলে ধরেন তখন সাংবাদিকদের বলা হয়- “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ, ইত্যাদি। এই সাংবাদিকদের ৬০ বছর চাকরিসীমা পার হওয়ার আগেই খালি হাতে অফিস থেকে বের করে দিচ্ছেন, বৃদ্ধ বয়সে মামলা করেও টাকা পাচ্ছেন না, যখন অর্থের অভাবে, বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন কেউ খোঁজও নিচ্ছেন না।
গত ৩০ অক্টোবর-২০২৪ দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৪-২৫ অর্থবছরের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে আপনি বলেছেন, “আমরা অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা প্রদান বা আর্থিক সহায়তা প্রদানের জন্যও চিন্তাভাবনা করছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আপনাদের সিদ্ধান্ত জানাব।” আপনার এই সিদ্ধান্ত সময়োপযোগী। আশা করি প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য সম্মানজনক মাসিক ভাতা শিগগিরই চালু করে দৃষ্টান্ত স্থাপন করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সাংবাদিকদের জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ট্রাস্টের সহায়তায় আজ সাংবাদিকরা আর্থিক সহযোগিতা পাচ্ছেন। প্রবীণ ও কর্মাহত সাংবাদিকরা যাতে এই ট্রাস্টের মাধ্যমে মাসিক সম্মানজনক (২০ হাজার টাকা) ভাতা পায় সে ব্যাপারে আপনার সহযোগিতা একান্ত কাম্য। বিষয়টি বিবেচিত হলে আমরা মানষিকভাবে স্বস্তি ও বেঁচে থাকার প্রেরণা পেতে পারি।
সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের নেতৃত্বে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ৭ সদস্যের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহসভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, সিনিয়র সদস্য আলম হোসেন, মো. মুনীর আহম্মেদ এবং মো. মকবুল হোসেন।
Leave a Reply