1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- কলাপাড়ায় ভিপি নূর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরের কাছ থেকে দেড় যুগ পর জমি ফিরে পেল প্রকৃত মালিক। গোবিন্দগঞ্জে মাটি কাটার গর্তে গোসল করতে নেমে প্রাণ হারাল কিশোর মহাদেবপুরে মাঠে মাঠে সোনালী ধান কাটার উৎসব সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্ত পরিবারের মাঝে বিএনপি নেতা সেলিমের অর্থিক সহায়তা প্রদান শ্রমিকদের বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র গড়া সম্ভব নয়- অধ্যাপক আব্দুল মতিন ফুলতলার দক্ষিনডিহি ও রুপসায় রবীন্দ্র জয়ন্তীর সমাপনী খুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। কয়রা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ, যে কোন মুহূর্তে ধ্বসে যাওয়ার আশঙ্কা। গোমস্তাপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

রাজনীতি উত্তরাধিকার সূত্রের কোন সাম্রাজ্য নয়- কলাপাড়ায় ভিপি নূর

  • আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ দেখেছেন

মো: নূরুল আমিন, কলাপাড়াঃ গনঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সাম্রাজ্য নয়, রাজার ছেলে রাজা হবে। এমপির ছেলে এমপি হবে। মেয়রের ছেলে মেয়র হবে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গনঅধিকার পরিষদ কলাপাড়া শাখার আয়োজনে কলাপাড়া উপজেলা প্রশাসনের খেলার মাঠে গনসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় নূর আরও বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধানত দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। সম্ভাবনাময় পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।

পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদে’র সমন্বয়ক ফাতিমা তাসনিম, গণঅধিকার উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, সহ-সভাপতি আবু হানিফ রিদয় ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এসময় ছাত্র অধিকার ও যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com