কাইয়ূম শরীফ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়।
উপজেলার সোনালী ব্যাংক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনায় সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন,
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, মিটু লস্কর, আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা যুবদলের সদস্য মাসুদ উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহবায়ক মোস্ত গাজি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীবৃন্দ ।
Leave a Reply