মো: নূরুল আমিন, কলাপাড়া প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন করেছে। রবিবার সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদার সাথে দিবসটি’র কর্মসূচী শুরু করা হয়। কলাপাড়া বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করনস উপজেলা যুবদল আহবায়ক হারুন অর রশিদ। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনের প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অ্যাড.হাফিজুর রহমান চুন্নু তালুকদার, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার। জাতীয়তাবাদী যুবদল কলাপাড়া উপজেলা যুগ্ম আহবায়ক জুয়েল শিকদার, কবির মৃধা, স্বজল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, টিয়াখালী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক গাজী মো.নিয়াজ মোর্শেদ প্রমুখ। কলাপাড়ার ফারিয়া সভাপতি জাহিদ তালুকদার, সাধারন সম্পাদক মো.রবিউল ইসলাম, প্রচার সম্পাদক হুমায়ুন কবির এ সময় ঔষধ বিতরন করেন। কলাপাড়ার ঔষধ ব্যবসা প্রতিষ্ঠান রুমান ড্রাগ হাউস প্রায় ১৫ হাজার টাকার ঔষধ এবং ফারিয়া লক্ষাধিক টাকার ঔষধ দিয়ে সহায়তা করেন। কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশে মানবিক সহায়তায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জনগনের জন্য বিনা মুল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরনে নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল নেতৃবৃন্দ। তিনি বিএনপির নেতাকর্মীদের জনগণ সম্পৃক্ত কর্মকান্ডে অংশ নিয়ে জনগনের পাশে থাকার আহবান জানান। যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে চিকিৎসা সহায়তা দিয়েছেন, ডাঃ সাইক হোসেন, ডাঃ রিফাত সিকদার, ডাঃ এসবি সোমা ও ফারিয়া কলাপাড়া উপজেলা শাখা।
Leave a Reply