শাহাদাৎ হোসেন সরকারঃ ভু্ূমি অফিস মানেই ঘুষ বানিজ্য টাকা ছাড়া অচল যেন জমির কাগজ পত্র। জমির বিষয়ে কোন কাজ থাকা মানেই বিরক্তিকর। নামজারি,বা রেকর্ড পর্চায় নাম সংশোধন যেন সাধারণ মানুষের গলার কাটা। হয়রানি আর সীমাহীন দুর্ভোগ শেষে মেলে কাঙ্খিত সেবা, এযেন নিত্যদিনের সঙ্গী। আশুলিয়া এসিল্যান্ড অফিস ঘুরে জানা যায় দালালদের দৌরত্ব যেন চরমে,এসকল দালাল নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভেয়ার সফিক। এছাড়াও নামজারি প্রতিবেন ও মিস কেইজ তদন্তের নামে সেবা গ্রহীতাদের সাথে খারাপ আচারন করাসহ তার বিরুদ্ধে রয়েছে ঘুষ বানিজ্যের অভিযোগ।
খোঁজ নিয়ে জানা যায় সার্ভের সফিক আশুলিয়া সার্কেল যোগদানের পুর্বে ধামরাই সার্কেলে কর্মরত অবস্থা জৈনক ব্যক্তির ভূমি সংক্রান্ত ভুল প্রতিবেদন দেওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে মানববন্ধন করেন। এরপর সৈরাচার সরকারের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার তদবিরে আশুলিয়ার সার্কেল ভূমি অফিসে যোগদান করেন।
তার ক্ষমতা উৎস বাংলাদেশ সার্ভেয়ার এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সেই প্রভাব খাটিয়ে আশুলিয়া সার্কেল ভূমি অফিসে বহিরাগত দালাল চক্রকে নিয়ন্ত্রণে করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। সেবাগ্রহী তারা বলছেন এদের রয়েছে একটি দালাল সিন্ডিকেট তাদের মাধ্যমে অর্থ প্রদান করলেই মেলে কাঙ্খিত সেবা। আশুলিয়া সহকারী কমিশনার ভূমি অফিস দালালমুক্ত না করলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এবিষয়ে আশুলিয়া সার্কেল সহকারী ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুবায়ের আহমেদ বলেন আমি এই অফিস নতুন এবিষয়ে আমার জানা নেই তবে উক্ত বিষয়ে সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply