মো: নূরুল আমিন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষর ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব (৩৫)সহ নয়জন আহত হয়েছে। অন্যান্যরা হলেন, নাজমুল হাসান (২৫), ইছা (২২), মারুফ (২২), তামিম আকন (২০), ইমরান (২০), আশিক (২৫), হাসান (২০), ও মিয়াজ (৩০) । এদের মধ্যে আবুল তাউয়েব (৩৫) ও নাজমুল হাসান (২৫) কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল তাউয়েব বলেন, এমদাদুল দফদারের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফোরকান, মহিন, সালে হাওলাদার, মোস্তাফিজুর, রাকিবুল, আব্দুল রব, সোহাগ, আল আমিন, তরিকুলসহ ২০/২৫ জন তাদের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাজাহান পারভেজ বলেন, খবর পেয়ে আহতদের খোঁজখবর নিয়েছি, দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেওয়া হবে। এ ব্যাপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থানে পাঠনো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply