উপজলেয়া প্রতিনিধি, কাজিরহাট: বরিশাল জেলার কাজিরহাট থানার বিদ্যানন্দ পুর ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মরহুম আলামিনের রুহের শান্তি কামনার জন্, আজ ২৫ অক্টোবর বেলা আনুমানিক বারোটার সময় হিজলা মেহেন্দিগঞ্জে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলার বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের নিজ বাসভবনে দোয়া মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম লাবু, যুবদল নেতা রিপন, সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম ইসলাম উদ্দিন, বর্তমানে ইউপি সদস্য বিদ্যানন্দপুর ইউনিয়নে আলী হোসেন সোহেল, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য বিউটি সুরাইয়া সহ বিদ্যানন্দ পুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।, এ দোয়া মোনাজাত অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ দলকে শক্তিশালী করার জন্য ও স্বৈরাচারী সরকারের রুখে দাঁড়াবার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং আলামিন হত্যাকারীদের সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অতঃপর বক্তব্যের মাধ্যমে দোয়া মোনাজাত অনুষ্ঠানটি সমাপ্তি করে৷
Leave a Reply