মোঃ আতিকুর রহমান মিরন, মুলাদী প্রতিনিধি : ডেঙ্গু ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে মুলাদী উপজেলায়। এক সময় ডেঙ্গু ভাইরাস শহরকেন্দ্রিক রাজধানীর বাসিন্দা ছিল। এখন দেখছি গ্রামের সহজ সরল মানুষকেও ছাড়ছেনা। প্রতিনিয়ত মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু ভাইরাস আক্রান্ত রোগী। কিছু রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে। তবে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। নিজ দায়িত্বে যার যার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা রয়েছে। পৌর সদরের গুরুত্বপূর্ণ জায়গা গুলো ডেঙ্গু লার্ভা সন্দেহ মূলক স্থানে ঔষধ প্রয়োগ করা হয়। সেই জায়গুলোর মধ্যে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন ও জলাশয় গুলোতে ঔষধ প্রয়োগ করে। সচেতনতামূলক নিজের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।
Leave a Reply