নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী শক্তি’র যেভাবেই যে রুপেই ফিরে আসুক না কেনো ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়াতে হবে। ঐক্যবদ্ধ সাংবাদিকরা সমাজের দর্পণ ঐক্যবদ্ধ সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সরকার প্রধানেরা বারবার সাংবাদিকদের উপর দমন পীড়ন জুলুম নির্যাতন চালিয়েছেন। সাংবাদিকদের মাঝে রাজনৈতিক দলীয় করণের মধ্য দিয়ে সাংবাদিক সমাজকে কলংকিত করেছে ফ্যাসিবাদী রাষ্ট্র প্রধানেরা। ছাত্র জনতার অসহযোগ গণআন্দোলনের মুখে বাংলাদেশের দ্বিতীয় ফ্যাসিবাদী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সাংবাদিক সমাজ মুক্ত হতে শুরু করেছে।
বাংলার বুকে হলুদ সাংবাদিকদের যায়গা দেওয়া হবেনা, বিগত ১৭ বছর রাজনৈতিক দলীয় গণমাধ্যম একাধারে ফ্যাসিবাদীর দালালি করে বাংলাদেশ কে যুদ্ধের মাঝে ঢেলে দিয়েছিলো, আমি মনে করি ফ্যাসিবাদীর দোসর সাংবাদিকদের দালালি করার জন্য ছাত্রদের রাজপথে আন্দোলন করে জীবন দিতে হয়েছে। বাংলার জমিনে যে সাংবাদিকরা ফ্যাসিবাদী শক্তি ফিরিয়ে আনতে চাই তাদের বিরুদ্ধে ঐক্য বদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাংবাদিকদের ভালো মন্দ সাংবাদিকদেরই দেখতে হবে।
Leave a Reply