মোঃ আল-আমিন হোসেন, বামনা উপজেলা প্রতিনিধি: সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলার বামনা উপজেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা নৌ বাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জাকির হোসেন, বামনা থানা এস আই তদন্ত মোহাম্মদ সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। সম্মেলনে ৫আগস্টের পরে সংকটময় পরিস্থিতিতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার বিষয় বক্তারা আলোকপাত করেন।
সম্মেলনে উপস্থিত ছিল রেড ক্রিসেন্ট বিডি ক্লিন আলোকিত সমাজ এস,এ, টি,এফ সহ অন্যান্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
সংগঠনগুলোর প্রতিনিধিরা উল্লেখ করেন ৫ আগস্ট এর পরে সবাই যেভাবে একত্রে কাজ করেছেন, পূর্বে তারা সেভাবে একসাথে কাজ করতে পারেননি বিভিন্ন রাজনৈতিক বাঁধার সম্মুখীন হয়েছেন। সংগঠনগুলো একে অপরের সাথে সমন্বয় সাধন সম্ভব হয়নি। বিগত আড়াই মাস তারা একসাথে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। ভবিষ্যতেও তারা এভাবেই একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে কাজ করতে চান।
সভায় বিভিন্ন বক্তারা স্বেচ্ছাসেবকদের একসাথে কাজ করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সৈয়দ এম এম নাহিদ হাসান সাত দফা প্রস্তাব উত্থাপন করেন। সকলে একসাথে চলার জন্য নতুন প্লাটফর্মের কার্যক্রম ও রূপরেখা সম্পর্কে তিনি আলোকপাত করেন। শিঘ্রই সকলের সাথে আলোচনার মাধ্যমে নতুন প্লাটফর্মের নাম ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আশাবাদ ব্যাক্ত করে সভা শেষ হয়।
Leave a Reply