ঘোষণা প্রতিবেদক: দেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে চলমান সংলাপে ফ্যাসিস্ট সরকরের এক নাম্বার সহযোগী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গং কে ডাকলে অন্তর্র্বতী সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দশ পাইপ এলাকায় একটি কনভেনশন হলে গণঅধিকার পরিষদের মহানগর শাখার উদ্যোগে ‘রাষ্ট্র সংস্কারে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। জাতীয় পার্টিকে ‘জাতীয় কুলাঙ্গার পার্টি’ হিসেবে আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলেন, ‘অন্তর্র্বতীকালীন সরকার প্রথম দফার সংলাপে জাতীয় পার্টিকে আহবান করায় গণঅধিকার পরিষদ তা মেনে নেয় নি। এবার দ্বিতীয় দফায় চলমান সংলাপে এই দলকে আবারও ডাকা হলে অন্তর্র্বতীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে। গণঅধিকার পরিষদ অন্তর্র্বতীকালীন সরকারকে সহযোগিতা করবে। তবে সরকার কোন ভুল করলে তাদের সমালোচনাও করা হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই দোষে দোষী। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে না পারলে জাতীয় পার্টিও তা পারবে না।’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের দোসরদের কাউকে এদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলেও হুঁশয়ারি দেন তিনি। গণঅধিকার পরিষদ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে রয়েছে জানিয়ে রাশেদ বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় যতোগুলো হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ তাদের দোসরদের নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না।’ অবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সব হত্যাকাণ্ডের মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি দাবিও জানান তিনি। শেখ হাসিনাকে চট করে বাংলাদেশে ফিরতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ। একই সাথে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে ত্বকীসহ অসংখ্য হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে তাকেও দেশে ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ। গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন।
Leave a Reply