-মোঃ আতিকুর রহমান মিরন
শরতের সন্ধা বেলা
মেঘ বৃষ্টি করছে খেলা,
ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ
কামিনী ফুলের আসছে ঘ্রান।
মিট মিটিয়ে জ্বলছে তারা
নেই যে কারো,নেই যে সারা,
লক্ষী পেঁচা ডাকছে শোনো
বিদ্যুৎ বুঝি চলে গেল।
জোনাকি পোকা আসলো ঘরে
আলোর ঝিলিক পরলো মনে,
সেই আলোতে খুঁজে পেলাম
আলোর প্রদীপ জ্বালিয়ে দিলাম।
ঝিরিঝিরি বাতাসে ওই
প্রদীপ আলো দুলছে শিখা,
জানালার দরজা পেয়ে ফাঁকা
দাঁড়িয়ে আছি, একা একা।
ডাকছে ঘরে,এত করে
মনটা যেন বাইিরে পড়ে,
আসছে ঘুম,দুচোখ ধরে
হিমেল বাতাস ছুঁয়েছে গায়ে।
Leave a Reply