রেজাউল ইসলাম : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বৃহস্পতিবার ৩রা অক্টোবর ২০২৪ বিকেলে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজ খবর নেন । এসময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ঢাকা রেঞ্জ ডিআইজি স্যারের নির্দেশক্রমে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে আজকে আমরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি। ঢাকা রেঞ্জের অধীনে ১৩ টি জেলার পূজার সার্বিক পরিস্থিতি নিশ্চিত করার জন্য এই পরিদর্শন কর্মকান্ড, যাতে হিন্দু সম্প্রদায় আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে পূজা পালন করতে পারে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। পূজাকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এমন কোন কিছু আশঙ্কা মনে করিনা। বাংলাদেশ আমাদের দীর্ঘদিনের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শতবর্ষের ইতিহাসে গড়া । তাই অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন ধরনের মানুষগণ ধর্ম পরিচালনা করে আসছে। তবে পুলিশের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা প্রদান করা এবং শান্তি-শৃঙ্খলা রক্ষা করা। ফলে আমরা আমাদের দায়িত্ব পালনে অটুট থাকব। তিনি আরো বলেন প্রতিবারের ন্যায় এবারও সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। পরবর্তী তিনি শহরের আমলাপাড়া ও নিতাই গঞ্জ শ্রী শ্রী বলদেব বিগবহ মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।
এসময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগীয় ডিআইজি জাহিদুর রহমান, নাঃগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, এবং বিভিন্ন এডিশনাল পুলিশ সুপার সহ আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, নাঃগঞ্জ মিশনের মহারাজ একদানন্দ, জেলা পূজা পরিষদের সভাপতি- বীরমুক্তি যোদ্ধা শংকর কুমার দে , জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক সুশীল দাস, সাধু নাগমহাশয় মন্দিরের সাঃসম্পাদক তারাপদ বাবু, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের ফাইচ চেয়ার ম্যান জয় কে রায়, আমলা পাড়া পূজা কমিটির যুগ্ম সাঃসম্পাদক অভিজিৎ রায়, জেলার দপ্তর সম্পাদক অভিরাজ সেন সজল, প্রচার সম্পাদক তপন গোপ সাধু, সহ- প্রচার সম্পাদক তারেক সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, সহ সভাপতি বিমল চৌধুরী, বন্দর উপজেলা পূজা ফতুল্লা থানার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস,সদস্য আকাশ সাহা,পূজা উদযাপন পরিষদ সহ অন্যান্য সংগঠনের অনেক নেতৃবৃন্দ।
Leave a Reply