আবুল হাসনাত সজিব: শনিবার দুপুরে নগরীর ধর্মসাগরপাড়স্থ কুমিল্লা বিএনপি’র দলীয় কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও উপহার প্রদান করেন কুমিল্লা দক্ষিন জেলা ও মহানগর বিএনপি।
উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ভিপি জসিম উদ্দিন, যুগ্ন আহবায়ক আতাউর রহমান ছুটি, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কাত্যায়নী কালীবাড়ী পূজা মন্ডপের সভাপতি শ্যামল দে, সন্তান সংঘ পূজা মন্ডপের সাধারণ সম্পাদক জয়ন্ত দেবনাথ বাপ্পা, মাতৃ পূজারী সংঘের সভাপতি সঞ্জিত রায়, ঘড়িওয়ালি বাড়ি মন্ডপের সভাপতি পিংকু কুমার দে, অদিতি সংঘের সভাপতি নারায়ন দে, রক্ষাকালী বাড়ি মণ্ডপের সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, নব দূর্গা সংঘের সাধারণ সম্পাদক পলাশ সাহা,শশ্নান কালীবাড়ী পূজা মন্ডপের সভাপতি দুলাল চন্দ্র দাসসহ বিভিন্ন মণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন- “সবার আগে আমরা মানুষ। সব ধর্মের লোকেরা আমাদের ভাই৷ আমরা ভাই হয়ে সবসময় আপনাদের পাশে থাকব। আর আমরা থাকতে এবারের পূজায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দিব না। সকল সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যেন শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা পালন করতে পারে এই আহ্বান ই থাকবে। ”
পরবর্তীতে কুমিল্লা সিটি কর্পোরেশন ও আদর্শ সদর উপজেলার ৯৩টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দর হাতে বিএনপির পক্ষ থেকে উপহার তুলে দেন কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি আমিন উর রশিদ ইয়াছিন।
Leave a Reply