গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে রংপুর-১ আসনের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে.এম রিদওয়ানুল বারী জিয়ন। সভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে জিয়ন বলেন, আমি একটাই বুঝি আমরা সকলে মানুষ। ধর্ম পালন করার অধিকার সকল সম্প্রদায়ের মানুষের আছে। আপনাদের পূজা উদযাপনের ক্ষেত্রে কোনো ধরনের ভয় পাবেন না। নিশ্চিন্তে ও নির্বিঘ্নে দুর্গাপূজা করবেন। আমি আপনাদের পাশে আছি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাল্টিপারপারস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্ষ্যান্ত রানী রায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর গঙ্গাচড়ার আহবায়ক তপন কুমার রায়, জাতীয়তাবাদী যুবদল গঙ্গাচড়া উপজেলা শাখার আহবায়ক সাজু আহমেদ স্বপন, গঙ্গাচড়া উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ। স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের অপারেশন ম্যানেজার কাজল সফিয়ার, এইচ আর ম্যানেজার রেজাউল করিম রাজীসহ টিম জিয়ন এর সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রবীন্দ্রনাথ সরকার রিপন। সভা শেষে কে.এম রিদওয়ানুল বারী জিয়ন তার ব্যক্তিগত তহবিল থেকে রংপুর সংসদীয় আসনের ১৩৩ পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে সাত হাজার করে নগদ টাকা বিতরণ করেন।
Leave a Reply