গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও জিআর চাল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আখেরুজ্জামান মিলন, যুগ্ম আহবায়ক মোঃ নাজিম উদ্দিন লিজু, রংপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারী মোঃ রায়হান সিরাজী, উপজেলা আমীর মোঃ নায়েবুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকারসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৯২টি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে ৫শত কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।
Leave a Reply