নিজস্ব প্রতিবেদক: সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ এ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন এবং সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে রাজশাহী জেলার সাংবাদিকদের জন্য একই সঙ্গে “মোবাইল সাংবাদিকতা” ও “অনুসন্ধানমুলক বিষয়ক রিপোর্টিং” দুটো প্রশিক্ষণ কোর্স ২৮-৩০ সেপ্টেম্বর ২০২৪ অনুষঠিত হয় । প্রশিক্ষণ দুটিতে রাজশাহী জেলার মোট ৭০জন সংবাদ কর্মী অংশগ্রহণ করেন। পিআইবি মহাপরিচালক বলেন, সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকতা করার দক্ষতা অর্জন করা এখন সময়ের দাবি।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সাংবাদিকদের সচেতনভাবে সংবাদ উপস্থাপনা করতে পরামর্শ দেন”।
সনদপত্র প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ-আ মামুন ও আবুল কালাম আজাদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারভীন সুলতানা রাব্বী।
Leave a Reply