নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ব্লাইন্ড মিশনের আয়োজনে ২৫ সেপ্টেম্বর বিয়াম ফাউন্ডেশন সেমিনর হলে মাদক প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা ও মাদকের বর্তমান পরিস্থিতি ও মোকবেলায় করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন বিবিএম এর সভাপতি মোঃ জুয়েল আহমেদ। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিবিএম এর গবেষক ফারিয়া সুলতানা। মাদকের ভয়াবহতা ও প্রতিরোধের উপায় শীর্ষক বক্তব্য রাখেন বিবিএম এর গবেষক মোঃ শামসুল ইসলাম। মাদক প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশগ্রহন করেন বিবিএম এর গবেষক শুভাশিষ মহন্ত নান্টু। অনুষ্ঠান পরিচালনা করেন উম্মে কাওসার সুমনা। অংশীজনদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করেন খন্দকার ওয়াহেদুল ইসলাম ও মোঃ তারেক। মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন, রুর্যাল জার্নলিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ’র) চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে’র) সিনিয়র সদস্য সিকদার আব্দুস সালাম, দৈনিক গণমুক্তির বিশেষ প্রতিনিধি এফ রহমান রূপক প্রমুখ। আলোচকরা বলেন মাদকের ভয়াবহতা কমাতে সাংবাদিকদের মাদকের কুফল সম্পর্কে বেশী বেশী প্রচার করতে হবে।
Leave a Reply