মো: নূরুল আমিন,কলাপাড়া প্রতিনিধি: ১০ম গ্রেড বাস্তাবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, মীর আলামিন, ইমাম হোসেন, আরিফুর রহমান, আক্তারুজ্জামান আলামিন, রুবাইয়াত ইসলাম বিশ্বাস, রেজাউল করিম, ইউসুফ আলী, হুমায়ুন কবির, মিজানুর রহমান, মোসা.সুমি, নাজমুন নাহার, শাহিনুর বেগম, আফজাল হোসেন, জান্নাতুল ফেরদৌসি প্রমুখ। সঞ্চালনায় ছিলেন বদরুদ্দোজা সৈকত বিশ্বাস ও গাজী জামাল।
প্রধান উপদেষ্টা ড: ইউনুস এর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর ক্ষেত্রে ১০ম গ্রেড বাস্তাবায়ণের দাবীতে ২০২১ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। নিজের মেরুদন্ড সোজা না থাকলে জাতির মেরুদন্ড সোজা রাখব কি করে ? তারা আরও বলেন, শিক্ষা ও শিক্ষক কখনও অবহেলিত থাকতে পারে না। প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক কিংবা সমমান। অথচ বেতন গ্রেড ১৩ তম। একই যোগ্যতায় পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এইচএসসি সমমান ও ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন দশম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার বেতন পাচ্ছেন দশম গ্রেডে। একজন ড্রাইভারের বেতন পাচ্ছেন ১০ম গ্রেডে।অথচ জাতির বিকের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন পাচ্ছেন ১৩ তম গ্রেডে যা নিতান্তই বৈষম্য। উল্লেখ্য সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই দাবীতে আন্দোলন কর্মসূচী পালন করে আসছে। এরই অংশ হিসাবে কলাপাড়া উপজেলায় ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ৮শত শিক্ষকদের পক্ষ থেকে এ কর্মসূচী আয়োজন করা হয়।
Leave a Reply