লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধায় আলোর দিশারী ক্রিড়া সংঘ কতৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে হাতীবান্ধা প্রফেসরপাড়া একাদশ।
বুধবার বিকেলে উপজেলার কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় হাতীবান্ধা প্রফেসরপাড়া ফুটবল একাদশ কেতকীবাড়ী দূরন্ত পথিক ফুটবল একাদশকে ২ গোলে পরাজিত করে।
এর আগে বিকেল সাড়ে ৫টায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,বিএনপির জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ও উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,নওদাবাস ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম।
অন্যান্যদের মধ্যে কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি নওদাবাস ইউনিয়নের জিয়া পরিষদ মিজানুর রহমান,জাহিদ হাসান জয়,লিয়াকত হোসেন,সামিউল হাবিব শিবলু প্রমুখ।
Leave a Reply