নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় মারধরের শিকার হন “দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান ও দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ মোঃ ইমরান(আল ইমরান)”।
এ দুজনের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা আক্কাস সিকদার এবং তারিকুল ফকিরসহ ৫/৭ জন তাদের হামলা করেছে। গোপনে খোঁজনিয়ে জানতে পারে, আক্কাস সিকদার বিভিন্ন অপরাধের সংঘে জড়িত এবং লোকাল চাঁদবাজি- টেন্ডারবাজি করে থাকেন। অর্থের বিনিময় মারামারি করেও থাকেন।
সাংবাদিক শেখ মোঃ ইমরান বলেন, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। কিশোর গ্যাং এর নেতা আক্কাস সিকদার বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ফেরার পথে আজিজুর শরিফের দোকানের সামনে আসলে আক্কাস সিকদার ও তারিকুল ফকির কতিপয় ৫/৭ জন নিয়ে তাদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও আশরাফুজ্জামান আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করান।
ঘটনার পর আশরাফুজ্জামান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে। নিস্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply