আজিজুন নাহারঃ সর্বশেষ ও সর্বশ্রেষ্ট রাসুল হজরত মুহাম্মাদ (সাঃ) এর পবিত্র জন্ম দিবস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এবং ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে ১৬ই সেপ্টেম্বর ২০২৪ইং সোমবার বিকাল ৪টায় পুরনো ঢাকায় এক বর্নাঢ্য রেলী মিছিল আয়োজন করা হয় । এই মিছিলটি যৌথভাবে আয়োজন করে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা, বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এবং সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ ।
পুরনো ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ার উত্তর গেইট সংলগ্ন রোড হইতে এক র্যালী মিছিল আরম্ভ হইয়া, চাঁনখারপুল, বকশিবাজার, উমেষ দত্ত রোড, উর্দু রোড, চকবাজার, নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের গোল চত্বর, আবুল হাসনাত রোড, সাত রওজা, কায়েৎটুলী রোড, নীমতলী রোড হয়ে পুনরায় চানখার পুল হয়ে মীর ইয়াকুব ইমামবাড়ায় এসে শেষ হয় ।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবু মুসলিম বিন হাই, বাংলাদেশের সচেতন সমাজ (বাসস) এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ সেলিম, সম্মিলিত শিয়া মুসলিম পরিষদের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আহমেদ, মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার যুগ্ম সম্পাদক আবু মোহাম্মাদ, মুহাম্মাদী কিশোর পরিষদের আহবায়ক শাহ্ মোঃ আলী আব্বাস, মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা মহিলা পরিষদের যুগ্ম আহবায়ক রানী বেগম, সচেতন নারী সমাজের যুগ্ম আহবায়ক তাসনিম ফাতেমা লতা, মুহাম্মাদী ইয়াং জেনারেশনের যুগ্ম সদস্য সচিব আলী মাহাদী সহ অত্র সংগঠনগুলোর সকল স্তরের সদস্যবৃন্দ এবং পুরনো ঢাকার রাসুল ভক্ত অসংখ্য নারী পুরুষ ।
মিছিলের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পুর্ন সময়ব্যাপী বাংলাদেশ স্কাউটসের সদস্যবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যগন উপস্থিত থেকে মিছিলকারীদের সাথে অবস্থান করেন । মিছিল শেষে বিশ্ববাসীর জন্য কল্যান কামনা করে দোয়া করা হয় ।
Leave a Reply