এস এম শহিদুল ইসলাম (বাবলু): ২০২৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশের সর্বাধিক প্রচারিত””রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা””একটি শিরোনামে প্রকাশিত করেন বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক।
এই সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক”নঈম নিজাম প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী সহ লালমনিরহাটের জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম মানিকের বিরুদ্ধে একটি মানহানি দায়ের করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।
দীর্ঘ ১০বছর মামলাটি চলমান থাকায় গত ২৯ আগষ্ট মামলার রায় দেন সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত হাতিবান্ধা(৪)এর বিচারক মোঃ ইসরাফিল আলম মামলাটির দীর্ঘ শুনানির পর সকল আসামিদের খালাস প্রদান করেন।
আদালত সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনকে নিয়ে গত২০১৪সালের ৯ এপ্রিল একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।এ প্রতিবেদনে মোতাহারের সকল অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তুলে ধরা হয়। এছাড়াও প্রভাব খাটিয়ে অর্থবিত্তের মালিক বলে যাওয়ায় তথ্য উপস্থাপন ও সাবেক ঐ সংসদ সদস্যের নিকটবর্তী আত্মীয়দের প্রভাব তুলে ধরা হয়।এতে ক্ষিপ্ত হয়ে মোতাহার হোসেন মানহানি মামলা করেন।
উক্ত মামলায় আসামিদের পক্ষে এ্যাডভোকেট ছিলেন সামছুল আলম মিলন।
Leave a Reply