নিজস্ব প্রতিবেদক: বার এন্ড এসোসিয়েটস এর সার্বিক সহযোগিতায় যাত্রাবাড়ি, কদমতলী, ডেমরা থানার সমন্বয়ক মোঃ আশিকুজ্জামান হৃদয় এবং যাত্রাবাড়ি থানা (DMP) বাংলাদেশ পুলিশ সদস্যদের নিয়ে জনমনে পুলিশের প্রতি আস্থা আনার জন্য নিজ নিজ এরিয়া প্রদক্ষিন করেন। প্রদক্ষিনকালে ওয়অরী জোনের ADC মাসুদুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মইনুল ইসলাম (যাত্রাবাড়ি), ব ইলিয়াস হোসেন (ডেমরা) এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রদক্ষিন শেষে ADC তাহার অধিনস্থদের বলেন, বর্তমানে অত্র এলাকার সমন্বয়ক আশিকুজ্জামান, উপদেষ্টা বখতিয়ার আহমেদ রনী এবং উপদেষ্টা আমিরুল ইসলামের সহায়তায় দেশ সংস্কার ও মেরামতের কাজ করতে, যে কোনো জায়গা তদন্তে গেলে ছাত্র সমাজের সাহায্য নিতে বলেন। বার এন্ড এসোসিয়েটস কর্ণধার বখতিয়ার আহমেদ রনী বলেন, আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র সমাজ কোনো রাজনৈতিক দল চিনে না। আমরা শুধু এটাই বুজি পুলিশই জনতা, জনতাই পুলিশ। সুতরাং পুলিশ জনগনকে নিরপেক্ষভাবে সেবা দিবেন। যদি কোনো ব্যাক্তি তাতে বাধা প্রদান করেন তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে আমরা প্রতিহিত করবো। উক্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, আশিকুজ্জামান হৃদয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ঐ অঞ্চলের পুলিশের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক মাস পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর বার এন্ড এসোসিয়েটস এর উদ্যোগে এডভোকেট বখতিয়ার আহমেদ রনি ছাত্র সমন্বয়ক এবং পুলিশ সদস্যদের নিয়ে এলাকার উন্নতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর থানার পুরো এলাকার মহল্লায়, বাজারে, রাস্তার মোড়ে মোড়ে জনগণের সাথে মতবিনিময় করেন এবং বলেন, পুলিশ ভাইরা আজকে থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন।
Leave a Reply