রহমত -ই- খোদা, নড়াইল: নড়াইলে গতকাল ১লা সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে কাঞ্চনপুর গ্রামের মুন্সীবাড়ি মসজিদ এর সামনে মো : আতাউর রহমান (৪৫) নামের এক ব্যাক্তিকে মেরে ফেলার উদ্দেশ্যে মারাক্তক জখম করেছে দুর্বৃত্তরা।
দৈনিক ঘোষণা পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদকের এক অনুসন্ধানে জানা যায়, গ্রামের প্রতিপক্ষ আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে বিভক্ত হয়ে কাঞ্চনপুর শাসন করে আসছে প্রায় ১৫ বছর ধরে। তারই ধারাবাহিকতায় বাবরা আঁচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুলের পক্ষের লোকজন ৩টি মোটরসাইকেলে ৬ জন এসে আতাউর রহমান এর মোটরসাইকেল থামিয়ে এলোপাতারি আঘাত করে মারাত্মক ভাবে জখম করেছে। দেশীয় অস্ত্র দিয়ে মেরে ফেলার উদ্দেশে মাথায় ২টা আঘাত, পেটে আঘাত এবং দুই হাত কেটে ফেলার চেষ্টা করে.
এক হাত 90% বিচ্ছিন্ন, অন্য হাত 30% বিচ্ছিন্ন করে এবং পেটের নাড়ি বের হওয়া অবস্থায় ফেলে রেখে চলে যাই দুর্বৃত্তরা। দীর্ঘ বছর ধরে একক আধিপত্য বিস্তার করেছে আওয়ামী লীগের কালিয়া-১ আসের আগ্রাসী নেতারা।
এবিষয়ে প্রবাসী আসাদুজ্জামান সোহেল
প্রাথমিকভাবে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আহত আতাউর রহমানের অবস্থা নাজুক। এই খবরে পালিয়েছে বাবরা আঁচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল। এই ঘটনার অনুসন্ধান এখনোও চলমান রয়েছে।
Leave a Reply