এস.এম.জয়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা ও দায়রা জজ এ কে মোজাম্মেল হক চৌধুরীকে চট্রগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -৪ এর বিচারক হিসেবে বদলি করা হয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজের দায়িত্ব দেয়া হয়েছে নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহজাহান কবিরকে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
এছাড়াও বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নূর মো: শাহরিয়ার কবিরকে মাদারীপুরের জেলা ও দায়রা জজ, বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জা শায়লাকে রাজশাহীর সিনিয়র সহকারী জজ এবং এবং বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা ইসলামকে পাবনার সিনিয়র সহকারী জজ হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে, বগুড়া জেলা ও দায়রা জজ এ কে মোজাম্মেল হক চৌধুরীকে অপসারণের দাবিতে আদালতের কর্মকর্তা ও কর্মচারীরা কয়েক দফা বিক্ষোভ করেন।
Leave a Reply